বৃষ্টি ভেজা মন

বৃষ্টি ভেজা মন

মেঘলা আকাশ, বৃষ্টি নেমে আসে,

মেঘদরিয়ায় বৃষ্টিকণা ভাসে।

টাপুর টুপুর বৃষ্টি ভেজা মন,

জানলা দিয়ে তাকিয়ে সারাক্ষণ।

 

সেই মেঘের সাথে লুকোচুরি খেলা,

আকাশ দাপানো দামাল ছেলেবেলা।

পুরোনো সময় পুরোনো হওয়া নাম,

পুরোনো স্মৃতি ভাসে অবিরাম।

 

ধূসর হওয়া শৈশব, বৃষ্টিবেলার গান,

ফিরবে না সেই দিন, থাকবে পিছুটান।

টাপুর টুপুর বৃষ্টি ভেজা মন,

তাই তো মন খারাপ সারাক্ষণ।

16 thoughts on “বৃষ্টি ভেজা মন

  1. er aage ami tor onek kobita porechi. shei gulor tulonaye eta ekebarei onno rokomer. ekhane tor shei moner konar moddhe bachcha ta berie esheche. khub bhalo laglo pore. khub bhalo hoeche.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s