চল না একবার সাদা-মাটা প্রেমে পড়ি। এক্কেবারে সাধারন। তোকে সবচেয়ে ভালো প্রেমিক হতে বলছি না তো। শুধু চাইছি, একটু নাহয় সত্যি সত্যিই ভালোবাসলি। একটু নাহয় বোকা-বোকা কথা বললি। চল না একবার বই এর ফাঁকে লুকোনো প্রেমটাকে আবার পড়ি। বাঁচিয়ে তুলি সাইকেলের চাকায় ঘোরা সম্পর্ক। ফুচকা খাওয়ার ফাঁকে লুকিয়ে দেখাটা। খুব বেশি চেয়ে ফেললাম কি? ভেবে … Continue reading সাদা-মাটা
Poetry
A Poetry is a form of literary art which uses aesthetic and rhythmic qualities of language (From Wikipedia).
মাতৃভাষা
আরও একটা আন্তর্জাতিক ভাষা দিবস গেলো।আর আমরা কী করলাম?আমরা বড়োজোর Facebook-এ এই দিন নিয়ে 'Status' দিলামঅথবা সেরকম কোনও Post-এ করলাম 'Like'।তারপর আর মনেও পড়লো না দিনটাকে। যা আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে, তাতে ভুলে যাওয়াটা যেন বড্ড স্বাভাবিক।আমরা আজ "বাংলা মায়ের অ্যাংলো সন্তান" হয়ে গর্ব করি।নিজের মাতৃভাষা না জানলেও চলে, কিন্তু ইংরেজি জানতেই হবে।নাহলে ব্যাপারটা হবে লজ্জাজনক।তার … Continue reading মাতৃভাষা
বৃষ্টি ভেজা মন
মেঘলা আকাশ, বৃষ্টি নেমে আসে,মেঘদরিয়ায় বৃষ্টিকণা ভাসে।টাপুর টুপুর বৃষ্টি ভেজা মন,জানলা দিয়ে তাকিয়ে সারাক্ষণ। সেই মেঘের সাথে লুকোচুরি খেলা,আকাশ দাপানো দামাল ছেলেবেলা।পুরোনো সময় পুরোনো হওয়া নাম,পুরোনো স্মৃতি ভাসে অবিরাম। ধূসর হওয়া শৈশব, বৃষ্টিবেলার গান,ফিরবে না সেই দিন, থাকবে পিছুটান।টাপুর টুপুর বৃষ্টি ভেজা মন,তাই তো মন খারাপ সারাক্ষণ।