মাতৃভাষা

Image

আরও একটা আন্তর্জাতিক ভাষা দিবস গেলো।

আর আমরা কী করলাম?

আমরা বড়োজোর Facebook-এ এই দিন নিয়ে ‘Status’ দিলাম

অথবা সেরকম কোনও Post-এ করলাম ‘Like’।

তারপর আর মনেও পড়লো না দিনটাকে।

 

যা আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে, তাতে ভুলে যাওয়াটা যেন বড্ড স্বাভাবিক।

আমরা আজ “বাংলা মায়ের অ্যাংলো সন্তান” হয়ে গর্ব করি।

নিজের মাতৃভাষা না জানলেও চলে, কিন্তু ইংরেজি জানতেই হবে।

নাহলে ব্যাপারটা হবে লজ্জাজনক।

তার ওপরে প্রত্যেক কথাতে খিস্তি বা ‘F’-শব্দের ব্যবহার।

এই না হলে ‘Cool’ আমরা!

 

বলছি না যে ইংরেজি ভুলে যেতে।

বলছি না যে অন্য ভাষা শিখতে মানা।

শুধু বলছি, নিজের শিকড় যেন মুছে না যায়।

বলতে চাইছি, মাতৃভাষা যেন শুধু নম্বর তোলার বিষয় না হয়ে দাঁড়ায়,

অথবা Cool হওয়ার উপকরণ।

Image

 

 

এই ভাষা এরকমই যে একটু ভালবাসলেই, প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে।

বাংলাভাষাকে এটুকু ভালোবাসা তো আমরা দিতেই পারি।

 

নাহলে যে নিজেকে ‘বাঙালি’ বলে পরিচয় দিতে লজ্জা করবে।

 

 

6 thoughts on “মাতৃভাষা

Leave a comment